Posts

Showing posts from May, 2021

অসমের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন প্রাক্তন কংগ্রেসের নেতা হেমন্ত বিশ্বশর্মা

Image
Hemanta Biswasharma (file picture/ India News) অসম :  মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন তাঁর অনেকদিনের। কংগ্রেসে থাকতে সে আশা পূরণ হয়নি। রাহুল গান্ধী নাকি পাত্তাই দেননি। শোনা যায়, মুখ্যমন্ত্রিত্বের দাবি নিয়ে রাহুলের কাছে গেলে, তাঁকে অপমানিত হতে হয়েছিল। বিজেপিতে এসে একপ্রকার বদলা নিলেন হিমন্ত বিশ্বশর্মা। পুরস্কার স্বরূপ পেয়ে গেলেন কাঙ্ক্ষিত মুখ্যমন্ত্রীর পদও। রবিবার সর্বানন্দ সোনওয়ালের পরিবর্তে অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্বশর্মার নাম ঘোষণা করেছে বিজেপি। আজ গুয়াহাটির লাইব্রেরি অডিটোরিয়ামে বিজেপির পরিষদীয় দলের বৈঠক ছিল। সেই বৈঠকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের উপস্থিতিতে নিজেদের নেতা হিসেবে হিমন্তকেই বেছে নিয়েছেন বিজেপির বিধায়করা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে তাঁর নাম নাকি বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালই প্রস্তাব করেন। তার প্রস্তাব সকলের সম্মতিতে পাশ হয়ে যায়। যদিও সবকিছু শনিবারই ঠিক হয়ে গিয়েছিল। দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সাংগঠনিক নেতা বি এল সন্তোষ ও অন্য শীর্ষ নেতারা দুই নেতার সঙ্...

বিজেপি IT cell জীবিত সাংবাদিককে বঙ্গে ভোট পরবর্তী হিংসায় মৃত বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট

Image
      Abhra Banarjee (India News) কলকাতা : 7 মে : বাংলায় ভোট-হিংসার ছবি তুলে ধরতে গিয়ে জীবিত সাংবাদিককে মৃত বলে প্রচার করল বিজেপি । আর তা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে । এই ঘটনার পর নাম না করে যে গেরুয়া শিবিরের বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা তোলার জন্য ভুয়ো ছবি ছড়ানোর অভিযোগ তুলেছে তৃণমূল । খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে সরব হয়েছেন । বিষয়টির সূত্রপাত বৃহস্পতিবার ৷ এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পেশায় সাংবাদিক অভ্র জানিয়েছেন, বুধবার রাতের শিফটের পর বৃহস্পতিবার সকালে 10 টা নাগাদ ঘুম থেকে ওঠেন । উঠেই দেখেন যে ফোনে কমপক্ষে 100 টি মিসড কল এবং অসংখ্য হোয়্যাটসঅ্যাপ মেসেজ । এক বন্ধুর মেসেজ পড়ে জানতে পারেন, শীতলকুচিতে ভোট-পরবর্তী হিংসায় মৃত হিসেবে তাঁর ছবি ব্যবহার করেছে বঙ্গ বিজেপি । তারপর নিজেও সেই ভিডিয়ো দেখেন অভ্র । ভিডিয়ো দেখামাত্রই গতকাল সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন অভ্র । ফেসবুক পোস্টে লেখেন, "আমি অভ্র বন্দ্যোপাধ্যায় । একেবারে সুস্থ-সবলভাবে শীতলকুচি থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে আছি । বিজেপির আইটি সেল এখন দাবি করছে যে আমি ন...

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় উস্কানি , গ্রেপ্তার বিজেপির দুই সদস্য

Image
            প্রতিকি ছবি (  India News )  পশ্চিমবঙ্গ :  সমাজে অস্থিরতা তৈরি করতে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রোফাইল খুলে উসকানিমূলক পোস্ট। আর এই অভিযোগেই দু’জনকে গ্রেপ্তার করল সিআইডি। এর মধ্যে একজন আবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। রাজ্যে মিটে গিয়েছে ভোটপর্ব। কিন্তু তারপরও রাজ্যের বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে ভোট পরবর্তী হিংসার ছবি। তবে শপথ নিয়েই সেই সমস্ত ঘটনা রুখতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। জেলাশাসক এবং পুলিশ সুপারদেরও এই ধরনের ঘটনা রুখতে কড়া ব্যবস্থার নির্দেশ দেন। পাশাপাশি বিভিন্ন উসকানিমূলক এবং ভুয়ো পোস্ট থেকে সাবধান থাকতেও পরামর্শ দেন রাজ্যবাসীকে। আর মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। তারই ফলস্বরূপ এই গ্রেপ্তারি। আরো পড়ুন  ভোট পরবর্তী হিংসায় মৃত পরিবার কে দু লক্ষ টাকা অনুদান মুখ্যমন্ত্রীর জানা গিয়েছে, ধৃতদের নাম অর্ঘ্য সাহা এবং আকাশ মণ্ডল। অর্ঘ্যের বাড়ি সোনারপুরের নতুনপল্লীতে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আইটিআই বিভাগের এই পড়ুয়া অখিল ভারতীয় বিদ্যার...

ভোট পরবর্তী হিংসার বলি পরিবারদের 2 লক্ষ করে টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর

Image
Mamata Banarjee ( file picture / India News)  কলকাতা :   6 এপ্রিল: বিধানসভা নির্বাচনের পর হিংসায় মৃতদের পরিবারগুলিকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি চতুর্থ দফা নির্বাচনের দিন কোচবিহারের শীতলকুচিতে নিহতদের পরিবারগুলিতে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন তিনি ৷ বৃহস্পতিবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ সেখান থেকেই তিনি এই ঘোষণা করলেন ৷ পাশাপাশি প্রত্যেকটি সরকারি হাসপাতালে 40 শতাংশ শয্যা বাড়ানোর কথাও জানালোন তিনি ৷ #electionreport #indianewa  Shopping with ilyzaa https://www.facebook.com/111072543588726/posts/511468006882509/?app=fbl

এই বাংলায় সাম্প্রদায়িক উস্কানি ? যেখানে হিন্দু ভাইয়ের দেহ সৎকার করলো হাফিজুল-আরিফুলরা ?

Image
           File picture ( India News )   বাদুরিয়া :   5 মে : মনে পড়ে গেল কাজি নজরুল ইসলামের সেই গান ৷ ' মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান ' ৷ করোনার এই আবহে আবারও উঠে এল সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র ৷ মৃত হিন্দু দেহ সৎকার করল মুসলিম ভাইজান ৷ করোনা আতঙ্কের কারনে মুখ ফিরিয়ে নিয়েছিল প্রতিবেশীরা ৷ এগিয়ে আসেনি দেহ সৎকারের কাজেও ৷ তখনই দেবদূতের মতন এগিয়ে আসে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ ৷ পরিবার সূত্রে জানা গেছে , পেশায় গাড়িচালক ছিলেন প্রবীর সরকার (৪৯) ৷ মঙ্গলবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন বাড়িতে । দুপুরে বাড়িতেই মারা যান তিনি ।  তবে তাঁর শেষকৃত্যে এগিয়ে আসেনি প্রতিবেশীরা ৷ তাঁদের সন্দেহ ছিল প্রবীর সরকার করোনা আক্রান্তের শিকার ৷ সেই কারনেই সহযোগিতার হাত বাড়াতে সাহস পায়নি তাঁর প্রতিবেশীরা ৷ কিন্তু , সঙ্কটের এই সময়ে এগিয়ে আসেন অন্য সম্প্রদায়ের মানুষজন ৷ সাহেব আলি মোল্লা , হাফিজুল মন্ডল , আরিফুল আকুঞ্জি , সরিফুল মন্ডল , ফিরোজ মনি , শাহানুর মন্ডলের মতন মুসলিম সম্প্রদায়ের আরও অনেকে নিজেদের সাধ্যমত টাকা দেন দেহ সৎকারের জন্য । এরপ...

Fake News ? ঘটনা কেন্দ্র নানুর, মহিলা বিজেপি কর্মীকে ধর্ষণের অভিযোগ ভুয়ো, বললেন পুলিশ সুপার

Image
        File picture (India News) নানুর, 5 মে:  "জেলা জুড়ে বিক্ষিপ্ত অশান্তি চলছে, তবে মিথ্যা খবর রটালে ব্যবস্থা নেওয়া হবে৷" সাংবাদিক বৈঠক করে জানালেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে জেলায় 11 টি আসনের মধ্যে 10টিতে জয়ী হয়েছে তৃণমূল । এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়াতে শুরু করে, নানুরে বিজেপি মহিলা কর্মী ধর্ষিতা হয়েছেন । এই মর্মে টুইট করেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত । এই প্রেক্ষিতে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী । সাংবাদিক বৈঠকে নগেন্দ্র ত্রিপাঠী বলেন, "নানুরের বিজেপি মহিলা কর্মী ধর্ষণের খবর ঠিক নয় ৷ আমরা তদন্ত করে দেখেছি ৷ এমনকি বিজেপির কর্মীরাও বলছেন তাঁরা এমন কোনও খবর জানেন না ৷ মিথ্যা খবর রটাবেন না । টুইট করবেন না । মিথ্যা খবর রটালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।" তিনি আরও বলেন, "তদন্ত চলছে ৷ কে বা কারা এই মিথ্যা খবর রটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷ খোঁজ মিললে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷" সাংবাদিক বৈঠকে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী এমনকি ওয়েস্...

আগামীকাল থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ ?

Image
Mamata Banarjee ( file picture/ India news) নবান্ন :  তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ  কথামত কোভিড মোকাবিলায় উদ্যোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে বৈঠক শেষ করে সাংবাদিকদের কাছে নয়া নির্দেশিকা ঘোষণা করেন তিনি। কী আছে নির্দেশিকায়? ১. বৃহস্পতিবার থেকে রাজ্যের সমস্ত লোকাল ট্রেন বন্ধ ২. মেট্রো ও সরকারি পরিবহণে ৫০ শতাংশ যাত্রী ৩. দূরপাল্লার বাস ও ট্রেনেও কোভিড পরীক্ষা বাধ্যতামূলক ৪. বিমান যাতায়াতে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক, পজিটিভ হলেই সোজা কোয়ারেনটাইন ৫. সরকারি ও বেসরকারি দফতরে ৫০ শতাংশ হাজিরা ৬. সকাল ৭-১০ টা আর বিকেল ৫-৭ টা খোলা থাকবে বাজার-দোকান ৭. গয়নার দোকান খোলা থাকবে ১২-৩ টা ৮. ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০-২ টা ৯. ৫০ জনের বেশি জমায়েত নয় কোথাও, তারও অনুমতি লাগবে ১০. রাজ্যে সব রাজনৈতিক ও সামাজিক সমাবেশ বন্ধ #Covid19updateds  Shopping with ilyzaa https://www.facebook.com/111072543588726/posts/511467216882588/?app=fbl

বঙ্গে মতুয়া এবং রাজবংশীদের জন্যই মান রক্ষা হলো বিজেপির ?

Image
Narendra Modi (file picture / India News) পশ্চিমবঙ্গ :      BREAKING ভোট '২১ #IPL14 #করোনা মহানগর রাজ্য দেশ ওপার বাংলা বিদেশ খেলা বিনোদন লাইফস্টাইল অফবিট ফটো গ্যালারি ভিডিও গ্যালারি বাঁকা কথা Advertisement বিধানসভা নির্বাচন ২০২১   রাজ্য​ দক্ষিণবঙ্গে মতুয়া, উত্তরে রাজবংশীদের হাত ধরেই ‘মান’ বাঁচাল বিজেপি Published by: Abhisek Rakshit |    Posted: May 3, 2021 9:01 am|    Updated: May 3, 2021 12:27 pm তরুণকান্তি দাস:  উত্তরে রাজবংশী। দক্ষিণে মতুয়া। প্রান্তিক, উপেক্ষিত দুই সমাজ পাশে না থাকলে কি আসনজয়ের এই ‘সংখ্যা—সম্মানটুকু’ জুটত রাজ্য বিজেপির (BJP) কপালে? তাঁদের সমর্থনে ভর দিয়েই একটা সম্মানজনক সংখ্যায় পৌঁছে গিয়েছে গেরুয়া শিবির। না হলে আসনসংখ্যা হয়তো অর্ধশতকের আশপাশে আটকে যেত পদ্মের। ভোটের ফলাফলের বিন্যাস বলছে, মতুয়া ও রাজবংশী প্রভাবিত প্রায় প্রতিটি আসন জিতেছে বিজেপি। পূর্ববঙ্গ থেকে আসা দুই সম্প্রদায়ের মানুষের প্রভাব রয়েছে এমন এলাকার ভোটবাক্সে বিশেষ সুবিধা করতে পারেনি রাজ্যের শাসকদল। ব্যতিক্রম একমাত্র উত্তর ২৪ পরগনার...

'মানুষের এই রায়কে সম্মান জানাতে পারব না', হারের রাগে পোস্ট করেও মুছলেন বাবুল

Image
Babul Supriyo ( file picture / India News) কলকাতা :  তিনি বর্তমানে সাংসদ৷ তার উপর কেন্দ্রীয় মন্ত্রী৷ সেই বাবুল সুপ্রিয়কেই কি না টালিগঞ্জ কেন্দ্রে ৫০ হাজারেরও বেশি ভোটে হারতে হল তৃণমূলের অরূপ বিশ্বাসের কাছে৷ আর বিপুল ব্যবধানে এই হারের পরই সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিলেন বাবুল৷ টালিগঞ্জের বিজেপি প্রার্থী রাখঢাক না করেই লিখেছেন, বিপুল ব্যবধানে তৃণমূল জেতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অভিনন্দন জানাবেন না৷ এমন কি, মানুষের এই রায়কেও তিনি সম্মান দিতে পারছেন না পরিষ্কার করে দিয়েছেন বাবুল৷ তাঁর মতে, রাজ্যবাসী ঐতিহাসিক ভুল করল৷ পরে অবশ্য এই পোস্ট ডিলিট করে দেন বাবুল৷ ফেসবুকে ক্ষুব্ধ এবং হতাশ বাবুল লিখেছেন, 'বাংলায় জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অভিনন্দন জানাতে পারব না৷ মানুষের এই রায়কে সম্মান করি, এমন কথাও বলার ইচ্ছে নেই৷ কিন্তু আমি সত্যিই মনে করি বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে৷ বিজেপি-কে সুযোগ না দিয়ে ফের দুর্নীতিগ্রস্ত, অপদার্থ এবং অসৎ একটা সরকার এবং একজন নিষ্ঠুর মহিলাকে ফের ক্ষমতায় ফেরালেন তাঁরা৷ একজন আইন মেনে চলা নাগরিক হিসেবে গণতান্ত্রিক...

খড়্গপুরে বাবাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন ছেলের

Image
      পুলিশ উদ্ধার করতে এসেছে ( এবিপি )  খড়গপুর :  ছেলের হাতে খুন হতে হল বাবাকে। পারিবারিক বিবাদের জেরেই বাবাকে কুড়ুল দিয়ে আঘাত করে ছেলে। সেই আঘাতেই মৃত্যু হয়েছে বাবার। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণে বেনাপুর এলাকায় শুক্রবার রাতের ঘটেছে এই ঘটনা। খুনের খবর পেয়ে শনিবার সকালে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, কুড়ুলের আঘাতে মৃত ব্যক্তির নাম কালাচাঁদ পাতর (৬৫)। বাবাকে খুনে অভিযুক্ত ছেলের নাম বিদ্যাধর পাতর। বিদ্যাধরের স্ত্রী বলেছেন, ‘‘শ্বশুরমশাই চাষের চাল দিতে না চাওয়ায় ঝামেলা হয় আমার স্বামীর সঙ্গে। তখনই স্বামী কুডুল দিয়ে শ্বশুরমশাইকে মেরেছে।’’ বাবাকে খুনে অভিযুক্ত বিদ্যাধরের স্ত্রী আরও বলেছেন, ‘‘আমাকেও প্রায়শই মারধর করে। আমার মেয়েদেরও মারধর করে। দীর্ঘদিন আমি বাপের বাড়িতে ছিলাম। লকডাউনের পর এসেছি।’’ #Sonmurderfather #kharagpur #indianews  Shopping with ilyzaa https://www.facebook.com/111072543588726/posts/511468006882509/?app=fbl ...

সকাল ১০টার পরই বাজারে আসা মানুষজনকে লাঠি হাতে সরাল পুলিস

Image
 প্রতিকি ছবি ( India news)  কোলকাতা  : করোনা সতর্কতা হিসেবে সকাল ৭টা থেকে দশটা পর্যন্ত খোলা বাজার। সেদিকে হুঁশ নেই রাজ্যের বহু জায়গায়। কোথায় লাঠি হাতে, কোথাও মাইকিং করে তাদের সরাল পুলিস। সকাল দশটা পার হয়ে যাওয়ার পরও রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গেল বাজারে ঘুরছেন মানুষজন, সবজি নিয়ে বসে রয়েছেন বিক্রেতারা।  বাঁকুড়া আংশিক লকডাউনের নির্দিষ্ট সময়সীমার পরেও অবাধে খোলা বাঁকুড়া( Bankura ) শহরের বেশিরভাগ বাজার হাট। প্রশাসনের একেবারে নাকের ডগায় বাঁকুড়ার মাচানতলা বাজারে বেলা সাড়ে দশটাতেও খোলা জামা কাপড় থেকে শুরু করে সবজি, ফলের ফুটপাথ-বাজার। আর সেই বাজারে কেনাকাটার জন্য ভিড়ও রীতিমত চোখে পড়ার মতো। চেম্বার অফ কমার্স এর দাবি লক ডাউনের প্রথম দিন হওয়ায় ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে। তবে সকলকে সরকারি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বেলা দশটার পরও বাঁকুড়া শহরের মাচানতলা,  ফ্যান্সি মার্কেট সহ অন্যান্য বাজারে কমবেশি প্রায় সব দোকান খোলা ছিল। আর এই খবর পুলিসের কাছে পৌঁছাতেই পুলিস কোমর বেঁধে ময়দানে নামে। অভিযান চালিয়ে সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হয়। কাটোয়া সকাল দশটা...