এই বাংলায় সাম্প্রদায়িক উস্কানি ? যেখানে হিন্দু ভাইয়ের দেহ সৎকার করলো হাফিজুল-আরিফুলরা ?

           File picture ( India News )
 
বাদুরিয়া :  5 মে : মনে পড়ে গেল কাজি নজরুল ইসলামের সেই গান ৷ ' মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান ' ৷ করোনার এই আবহে আবারও উঠে এল সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র ৷

মৃত হিন্দু দেহ সৎকার করল মুসলিম ভাইজান ৷ করোনা আতঙ্কের কারনে মুখ ফিরিয়ে নিয়েছিল প্রতিবেশীরা ৷ এগিয়ে আসেনি দেহ সৎকারের কাজেও ৷ তখনই দেবদূতের মতন এগিয়ে আসে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ ৷

পরিবার সূত্রে জানা গেছে , পেশায় গাড়িচালক ছিলেন প্রবীর সরকার (৪৯) ৷ মঙ্গলবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন বাড়িতে । দুপুরে বাড়িতেই মারা যান তিনি । 

তবে তাঁর শেষকৃত্যে এগিয়ে আসেনি প্রতিবেশীরা ৷ তাঁদের সন্দেহ ছিল প্রবীর সরকার করোনা আক্রান্তের শিকার ৷ সেই কারনেই সহযোগিতার হাত বাড়াতে সাহস পায়নি তাঁর প্রতিবেশীরা ৷

কিন্তু , সঙ্কটের এই সময়ে এগিয়ে আসেন অন্য সম্প্রদায়ের মানুষজন ৷ সাহেব আলি মোল্লা , হাফিজুল মন্ডল , আরিফুল আকুঞ্জি , সরিফুল মন্ডল , ফিরোজ মনি , শাহানুর মন্ডলের মতন মুসলিম সম্প্রদায়ের আরও অনেকে নিজেদের সাধ্যমত টাকা দেন দেহ সৎকারের জন্য । এরপরই মৃতদেহকে প্লাস্টিকে মুড়ে ভ্যানে চাপিয়ে নিয়ে যাওয়া হয় রামচন্দ্রপুর শ্মশানে । সেখানেই হিন্দু শাস্ত্র মেনে শেষকৃত্য সম্পন্ন হয় প্রদীপ সরকরের ।


#covid19case #covid19india

Shopping with ilyzaa

https://www.facebook.com/111072543588726/posts/511467216882588/?app=fbl

Comments

Popular posts from this blog

ঘরওয়াপসি মুকুল রায় এর

আগামীকাল থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ ?