আগামীকাল থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ ?
কী আছে নির্দেশিকায়?
১. বৃহস্পতিবার থেকে রাজ্যের সমস্ত লোকাল ট্রেন বন্ধ
২. মেট্রো ও সরকারি পরিবহণে ৫০ শতাংশ যাত্রী
৩. দূরপাল্লার বাস ও ট্রেনেও কোভিড পরীক্ষা বাধ্যতামূলক
৪. বিমান যাতায়াতে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক, পজিটিভ হলেই সোজা কোয়ারেনটাইন
৫. সরকারি ও বেসরকারি দফতরে ৫০ শতাংশ হাজিরা
৬. সকাল ৭-১০ টা আর বিকেল ৫-৭ টা খোলা থাকবে বাজার-দোকান
৭. গয়নার দোকান খোলা থাকবে ১২-৩ টা
৮. ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০-২ টা
৯. ৫০ জনের বেশি জমায়েত নয় কোথাও, তারও অনুমতি লাগবে
১০. রাজ্যে সব রাজনৈতিক ও সামাজিক সমাবেশ বন্ধ
#Covid19updateds
https://www.facebook.com/111072543588726/posts/511467216882588/?app=fbl
Comments
Post a Comment