আগামীকাল থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ ?

Mamata Banarjee ( file picture/ India news)

নবান্ন:  তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ  কথামত কোভিড মোকাবিলায় উদ্যোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে বৈঠক শেষ করে সাংবাদিকদের কাছে নয়া নির্দেশিকা ঘোষণা করেন তিনি।

কী আছে নির্দেশিকায়?

১. বৃহস্পতিবার থেকে রাজ্যের সমস্ত লোকাল ট্রেন বন্ধ
২. মেট্রো ও সরকারি পরিবহণে ৫০ শতাংশ যাত্রী
৩. দূরপাল্লার বাস ও ট্রেনেও কোভিড পরীক্ষা বাধ্যতামূলক
৪. বিমান যাতায়াতে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক, পজিটিভ হলেই সোজা কোয়ারেনটাইন
৫. সরকারি ও বেসরকারি দফতরে ৫০ শতাংশ হাজিরা
৬. সকাল ৭-১০ টা আর বিকেল ৫-৭ টা খোলা থাকবে বাজার-দোকান
৭. গয়নার দোকান খোলা থাকবে ১২-৩ টা
৮. ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০-২ টা
৯. ৫০ জনের বেশি জমায়েত নয় কোথাও, তারও অনুমতি লাগবে
১০. রাজ্যে সব রাজনৈতিক ও সামাজিক সমাবেশ বন্ধ


#Covid19updateds 


Shopping with ilyzaa

https://www.facebook.com/111072543588726/posts/511467216882588/?app=fbl


Comments

Popular posts from this blog

ঘরওয়াপসি মুকুল রায় এর