ভোট পরবর্তী হিংসার বলি পরিবারদের 2 লক্ষ করে টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata Banarjee ( file picture / India News) 

কলকাতা :  6 এপ্রিল: বিধানসভা নির্বাচনের পর হিংসায় মৃতদের পরিবারগুলিকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি চতুর্থ দফা নির্বাচনের দিন কোচবিহারের শীতলকুচিতে নিহতদের পরিবারগুলিতে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন তিনি ৷ বৃহস্পতিবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ সেখান থেকেই তিনি এই ঘোষণা করলেন ৷ পাশাপাশি প্রত্যেকটি সরকারি হাসপাতালে 40 শতাংশ শয্যা বাড়ানোর কথাও জানালোন তিনি ৷

#electionreport #indianewa 

https://www.facebook.com/111072543588726/posts/511468006882509/?app=fbl

Comments

Popular posts from this blog

রামের ছবি দেওয়া প্লেটে বিরিয়ানি! বজরং দলের বিক্ষোভ ।

সকাল ১০টার পরই বাজারে আসা মানুষজনকে লাঠি হাতে সরাল পুলিস

'মানুষের এই রায়কে সম্মান জানাতে পারব না', হারের রাগে পোস্ট করেও মুছলেন বাবুল