Fake News ? ঘটনা কেন্দ্র নানুর, মহিলা বিজেপি কর্মীকে ধর্ষণের অভিযোগ ভুয়ো, বললেন পুলিশ সুপার

        File picture (India News)

নানুর, 5 মে: "জেলা জুড়ে বিক্ষিপ্ত অশান্তি চলছে, তবে মিথ্যা খবর রটালে ব্যবস্থা নেওয়া হবে৷" সাংবাদিক বৈঠক করে জানালেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে জেলায় 11 টি আসনের মধ্যে 10টিতে জয়ী হয়েছে তৃণমূল । এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়াতে শুরু করে, নানুরে বিজেপি মহিলা কর্মী ধর্ষিতা হয়েছেন । এই মর্মে টুইট করেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত । এই প্রেক্ষিতে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী ।

সাংবাদিক বৈঠকে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী

এমনকি ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকেও টুইট করে জানানো হয় খবরটি মিথ্যা ৷

Comments

Popular posts from this blog

ঘরওয়াপসি মুকুল রায় এর

আগামীকাল থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ ?