Posts

Showing posts from April, 2021

ইজরায়েলে পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত ৪৪ তীর্থযাত্রীর, জখম বহু জন

Image
   পরে আছে ইসরাইল এ পদপিষ্ট হওয়া ছবি  ইসরাইল :   তীর্থ করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ৪৪ জন ইহুদির। শুক্রবার উত্তর ইজরায়েলের মেরনের ঘটনা। সরকারি সূত্রে ৪৪ জনের মৃত্যুর খবর ছাড়াও অনেক তীর্থযাত্রী আহতও হয়েছেন।প্রতি বছর ইহুদিরা মেরনে অবস্থিত রাব্বি শিমন বার ইওচাইয়ের পবিত্র স্মৃতি সৌধে তীর্থ করতে যান। অতিমারির কারণে গত বছর এই তীর্থস্থান বন্ধ ছিল। সমস্ত নাগরিক প্রতিষেধক পাওয়ার পরই সম্প্রতি সে দেশের সমস্ত জনসমাগমের জায়গা খুলে দেওয়া হয়েছে। গত বছর বন্ধ থাকার কারণে এ বছর প্রায় তিনগুণ জনসমাগম হয় ওই তীর্থস্থানে। এই জনসমাগমের মধ্যেই স্টেডিয়ামের একটা অংশ ভেঙে পড়ে। তার পরই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অন্তত ৪৪ জনের। এই পরিস্থিতিতে আহতদের উদ্ধার করাও সমস্যার হয়ে দাঁড়িয়েছে। তাঁদের উদ্ধারের জন্য ইতিমধ্যে ৬টি হেলিকপ্টার পৌঁছেছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই বড় বিপর্যয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। #israeldead #news #indianews  Shopping with ilyzaa https://www.facebook.com/111072543588726/pos...

করোনা প্রতিরোধে ব্যবহার হোক মসজিদ এবং ওয়াকফ সম্পত্তি দাবি মিম প্রধানের

Image
Asaduddin Owisi ( file picture / India News) হায়দারাবাদ :   করোনার দ্বিতীয় ধাক্কায় নাজেহাল রাজ্য। ভোটের বঙ্গে দৈনিক আক্রান্ত ছড়িয়েছে সাড়ে ১৫ হাজারের গণ্ডি। ক্রমবর্ধমান রোগীর সংখ্যা সামাল দিতে নাজেহাল স্বাস্থ্য ব্যবস্থা। এই পরিস্থিতিতে রাজ্য সরকার এবং রাজ্যের ওয়াকফ বোর্ডের কাছে অভিনব অনুরোধ জানাল আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম। তাদের দাবি, করোনা মোকাবিলায় রাজ্যের সব মসজিদ এবং ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা হোক। এই দাবিতে ইতিমধ্যেই রাজ্য ওয়াকফ বোর্ডের (AUQAF Board) চেয়ারম্যান এবং মুখ্যমন্ত্রীর দপ্তরকে চিঠি লিখেছে তারা। মঙ্গলবার মিমের রাজ্য ইউনিটের তরফে রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে (CMO) একটি চিঠি লেখা হয়েছে। যাতে তারা আরজি জানিয়েছে, করোনার মতো সংক্রামক ব্যাধি রুখতে রাজ্যের সব মসজিদ এবং অব্যবহৃত ওয়াকফ সম্পত্তি ব্যবহার করুক রাজ্য সরকার। চিঠিতে মিমের রাজ্য সম্পাদক উল্লেখ করেছেন, পবিত্র কোরান মতে, কোনও একজন ব্যক্তির (ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে) জীবন বাঁচানো মানেই গোটা মানবতাকে রক্ষা করা। আর সেই উদ্দেশ্যেই রাজ্যের ধর্মস্থানগুলিকে কোভিড আইসোলেশন ওয়ার্ড বা ...

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু Aaj tak সাংবাদিক রোহিত সারদানা

Image
Rohit Sardana (file picture / India News) নয়াদিল্লি : করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন বিশিষ্ট সাংবাদিক রোহিত সরদানা। তাঁর প্রয়ানে সংবাদমাধ্যম জগতে নেমে এসেছে শোকের ছায়া। অনেক সাংবাদিকই রোহিত সারদানার প্রয়ানের খবর জানিয়ে ট্যুইট করেছেন। সাংবাদিকরা তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। রোহিত সারদানার মৃত্যু নিয়ে বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের ট্যুইট, খুবই ভয়ঙ্কর খবর। বিশিষ্ট টেলিভিশন সঞ্চালক রোহিত সারদানা প্রয়াত হয়েছেন। আজ তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা।   বিশিষ্ট সাংবাদিক চিত্রা ত্রিপাঠী ট্যুইটে লিখেছেন, হাসি-খুশি পরিবার, দুটি ছোট মেয়ে। ওদের জন্য এই লড়াইয়ে হেরে যাওয়া ঠিক হল না রোহিত সারদানাজী। আজ সকালে নয়ডার বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল আর তার পরেই এল দুঃসংবাদ। কিছু বলার নেই। #RohitSardanadeath #journalistRohitSardanadeath #indianews Shopping with ilyzaa https://www.facebook.com/111072543588726/posts/511467216882588/?app=fbl

সচিন টেন্ডুলকার কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ১ কোটি টাকা দান করলেন অক্সিজেন এর জন্য

Image
Sachin Tendulkar ( file picture / India news) মুম্বাই   :  সারা  দেশ যখন কোভিড এর  দ্বিতীয় ঢেউ এ কাবু তখন  দেশের গুুণী জনদের  সাহায্য এর সাাথে তাল মিলিয়ে সচিন টেন্ডুলকার ও  এক কোটি টাকা অক্সিজেন এর জন্য  দান করলেন ।            টুইটারে সচিন লেখেন, ‘কোভিডের দ্বিতীয় ঢেউয়ে প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন। ফলে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাও একেবারেই ভেঙ্গে পড়েছে। এই সময়ে প্রচুর অক্সিজেন দরকার। এই খারাপ সময়ে অনেকেই সাধারণ মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। এটা দেখে খুব ভাল লাগছে। ২৫০ জনের ওপর যুবক যুবতি মিশন অক্সিজেনে যোগ দিয়েছেন। বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে আসার জন্য এঁরা অর্থ সংগ্রহ করছেন। আমি ওদের সাহায্য করলাম। আশা করব ভারতের বিভিন্ন হাসপাতালে এই অক্সিজেন কনসেন্ট্রেটর পৌঁছে যাবে খুব দ্রুত’। তাঁর অনুরাগীদের ফের ধন্যবাদ জানিয়ে সচিন লেখেন, ‘যতদিন আমি খেলেছি আপনারা আমায় সাফল্য পেতে সাহায্য করেছেন। এবার আমাদের সবাইকে একসাথে এই মহামারির বিরুদ্ধে লড়াই চালাতে হবে’। #কোভিডি19 #indianews #sachin #donat...

কে দখল করতে চলেছে পশ্চিম বঙ্গের নীল বাড়ি , আসুন দেখেনি কোন কোন মিডিয়া কি রিপোর্ট ,সাথে আমাদের রিপোর্ট টাও দেখে নিন

Image
Today's Chanaky : Today's chanakya এর রুপোর্ট বলছে , tmc পেতে পারে ১৭৯ থেকে ১৯১ টি আসন ,  bjp পেতে পারে ৯৭ থেকে ১১৯ টি আসন , left জোট পেতে পারে ০ থেকে ৪ টি আসন এবং   অনান্য ০ থেকে ৩ টি  আসন ।  AAJ TAK - AXIS   : Ajtak axis এর রুপোর্ট বলছে , tmc পেতে পারে ১32 থেকে ১৫৬ টি আসন ,  bjp পেতে পারে ১৩৪ থেকে ১৬০ টি আসন , left জোট পেতে পারে ০ থেকে ২ টি আসন এবং   অনান্য ০ থেকে 1 টি  আসন । JAN KI BAAT : Jan ki bat এর রুজপোর্ট বলছে , tmc পেতে পারে ১৫০ থেকে ১৬২ টি আসন ,  bjp পেতে পারে ১১৮ থেকে ১৩৪ টি আসন , left জোট পেতে পারে ১০ থেকে ১৪ টি আসন এবং   অনান্য ০ টি আসন  ABP - C VOTER  : ABP cvoter এর রুপোর্ট বলছে , tmc পেতে পারে ১৫২ থেকে ১৬৪ টি আসন ,  bjp পেতে পারে ১০৯ থেকে ১২১ টি আসন এবং left জোট পেতে পারে ১৪ থেকে ২৫ টি আসন টি  আসন । TIMES NOW CVOTER  : Times now cvoter এর রুপোর্ট বলছে , tmc পেতে পারে ১৫৮  টি আসন ,  bjp পেতে পারে ১১৫ টি আসন...

গণনার দিন খুব তীক্ষ লক্ষ্য রাখার নির্দেশ কর্মীদের, শনি নয় শুক্রেই ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ।

Image
Mamata Banarjee ( file picture / India news) নবান্ন :   শনিবারের বৈঠক এগিয়ে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামিকাল, শুক্রবার দলীয় প্রার্থীদের ও এজেন্টদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। কালীঘাটে নিজের বাড়িতে বসে ভার্চুয়ালি কথা বলবেন তৃণমূল নেত্রী (TMC Supremo)। বৈঠকে মমতা দলকে মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ দিতে চলেছেন বলে সূত্রের খবর।   ''প্রথম দফায় ব্যালট গণনায় বিজেপি এগিয়ে থাকতে পারে। হতাশ হয়ে গণনাকেন্দ্র ছাড়বেন না।'' দলীয় কর্মীদের ইতিমধ্যেই সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২ মে, রবিবার ফলপ্রকাশের ভোটগণনার আগে আরও একবার প্রার্থী ও কর্মীদের পরামর্শ দেবেন তিনি। প্রথমে ঠিক ছিল, শনিবার ভার্চুয়াল বৈঠকে বসবেন তৃণমূল নেত্রী। তা এগিয়ে শুক্রবার করলেন তিনি। আগামিকাল প্রার্থীদের পাশাপাশি এজেন্টদের সঙ্গে মমতার বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। তৃণমূল সূত্রের খবর, গণনাকেন্দ্রেও বিজেপি গোলমাল করতে পারে বলে আশঙ্কা তাদের। সে কারণে কাউন্টিং এজেন্টদের সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন দলনেত্রী। তাঁদের খুঁটিনাটি বুঝিয়ে দেবেন। বার্তা দেবেন শেষ পর্যন্ত মাটি কামড়...

নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম উলফা’র অন্যতম শীর্ষ কমান্ডার ,অসম

Image
     Assam ( file picture / Indian News )  অসম :  অসমে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা (স্বাধীন)-এর অন্যতম শীর্ষ কমান্ডার দীপেন সৌদ। অসমের ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত নিজের টুইটার হ্যান্ডেলে জানান, বঙ্গাইগাঁও জেলার বেসিমারি এলাকায় পুলিশবাহিনীর সঙ্গে উলফার একটি দলের সংঘর্ষ ঘটে। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর নিকেশ হয় সন্ত্রাসবাদী দলটির ওয়েস্টার্ন কমান্ডের প্রধান দীপেন সৌদ। কয়েকদিন আগেই দৃষ্টি রাজখোয়ার জায়গায় তাঁকে দায়িত্ব দিয়েছিল উলফার আলোচনা বিরোধী দলটি। সূত্রের খবর, বেসিমারি এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর দেন গোয়েন্দারা। সেইমতো এদিন ভোর ৫.৩০ নাগাদ ওই এলাকায় জঙ্গিদের ডেরা ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা। তারপরই শুরু হয় গুলির লড়াই। পালানোর সব পথ বন্ধ হয়ে যাওয়ায় শেষমেশ নিকেশ হয় দীপেন। ধরা পড়ে তার এক সঙ্গীও। অসমের পুলিশকর্তা ভাস্করজ্যোতি মহন্তর দাবি, রাজ্যে বড়সড় নাশকতার ছক কষছিল পরেশপন্থী উলফারা। আর পরিকল্পনা মাফিক বঙ্গাইগাঁওয়ে ডেরা বানিয়েছিল ওই নিহত জঙ্গি। উল্লেখ্য, গত সপ্তাহে শিবসাগর জেলার লাকোয়ায় ওএনজিসি’র ...

করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড্: মনমোহন সিংহ

Image
File Picture : Dr. Manmohan Singh  দিল্লী   :  করোনামুক্ত হয়ে ১০ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।  দিল্লির এমস হাসপাতাল থেকে বৃহস্পতিবার সকালে  ছাড়া পান তিনি। গত ১৯ এপ্রিল করোনা সংক্রমণ নিয়ে তাঁকে এমস-এর ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছিল। তিনি এখন সম্পূর্ণ বিপন্মুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে করোনা আক্রান্ত হলেও জ্বর এবং সামান্য কিছু উপসর্গ ছাড়া তেমন বড় কোনও শারীরিক কষ্ট তাঁর ছিল না। তা সত্ত্বেও তাঁর বয়সের কথা বিবেচনা করেই করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। #covid19report #drmanmohonsingh #releasedtoday  https://www.facebook.com/111072543588726/posts/511469313549045/?app=fbl

covid19 positive Randhir Kapoor : করোনা আক্রান্ত রণধীর কপূর, ভর্তি হাসপাতালে

Image
মুম্বই: #bollywoodnews :  করোনা কাঁটায় জর্জরিত বলিউড। এবার করোনা আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা রণধীর কপূর। ভর্তি রয়েছেন কোকিলাবেন অম্বানি হাসপাতালে। সম্প্রতি স্ত্রী ববিতার জন্মদিন উদযাপন করতে কন্যা করিনা কপূর খানের বাসভবনে গিয়েছিলেন তিনি।  #covid19report #randhirKpoor #kapoorson https://www.facebook.com/111072543588726/posts/511469313549045/?app=fbl

'ভারত ছাড়ো', ভয়াবহ Covid পরিস্থিতিতে নাগরিকদের নির্দেশ আমেরিকার

Image
নিজস্ব প্রতিবেদন:  নিত্যদিন রেকর্ড সংক্রমণ। ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতি। আর এবার যত তাড়াতাড়ি সম্ভব নাগরিকদের ভারত ছাড়ার পরামর্শ দিল আমেরিকা। সে দেশের সর্বোচ্চ লেভেল ৪ ভ্রমণ সংক্রান্ত নির্দেশিকা জারি করে টুইট করা হয়, ভারতের কোভিডের বাড়বাড়ন্তে স্বাস্থ্য় পরিষেবা সীমিত। আমেরিকার নাগরিকদের সুবিধা মতো যেকোন বিমানে চলে আসার নির্দেশ দিয়েছে আমেরিকা।   নয়াদিল্লিতে আমেরিকান দূতাবাস জানায়, 'ভারতে ক্রমশ স্বাস্থ্য পরিষেবা সীমিত হয়ে আসছে। আমরা এখানের আমেরিকান নাগরিকদের step.state.gov পোর্টালে গিয়ে  STEP (Smart Traveller Enrollment Programme) এ নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানাচ্ছি। এর মাধ্যমে নাগরিকদের স্বাস্থ্য সংক্রান্ত কোনো অসুবিধার সম্মুখীন হতে হলে তা জানা সুবিধা হবে।' আমেরিকার নাগরিকদের কোথাও কোথাও হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। দূতাবাসের তরফে নাগরিকদের ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের ওয়েবসাইটে ভ্রমণ সংক্রান্ত নিয়মাবলী দেখতেও অনুরোধ জানানো হয়েছে। ইতিমধ্যেই কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। তবে এই পরিস্থিতিতে এ দেশে...