ইজরায়েলে পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত ৪৪ তীর্থযাত্রীর, জখম বহু জন

   পরে আছে ইসরাইল এ পদপিষ্ট হওয়া ছবি 

ইসরাইল :  তীর্থ করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ৪৪ জন ইহুদির। শুক্রবার উত্তর ইজরায়েলের মেরনের ঘটনা। সরকারি সূত্রে ৪৪ জনের মৃত্যুর খবর ছাড়াও অনেক তীর্থযাত্রী আহতও হয়েছেন।প্রতি বছর ইহুদিরা মেরনে অবস্থিত রাব্বি শিমন বার ইওচাইয়ের পবিত্র স্মৃতি সৌধে তীর্থ করতে যান। অতিমারির কারণে গত বছর এই তীর্থস্থান বন্ধ ছিল। সমস্ত নাগরিক প্রতিষেধক পাওয়ার পরই সম্প্রতি সে দেশের সমস্ত জনসমাগমের জায়গা খুলে দেওয়া হয়েছে। গত বছর বন্ধ থাকার কারণে এ বছর প্রায় তিনগুণ জনসমাগম হয় ওই তীর্থস্থানে।

এই জনসমাগমের মধ্যেই স্টেডিয়ামের একটা অংশ ভেঙে পড়ে। তার পরই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অন্তত ৪৪ জনের। এই পরিস্থিতিতে আহতদের উদ্ধার করাও সমস্যার হয়ে দাঁড়িয়েছে। তাঁদের উদ্ধারের জন্য ইতিমধ্যে ৬টি হেলিকপ্টার পৌঁছেছে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই বড় বিপর্যয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।


#israeldead #news #indianews 


Shopping with ilyzaa

https://www.facebook.com/111072543588726/posts/511467216882588/?app=fbl


Comments

Popular posts from this blog

ঘরওয়াপসি মুকুল রায় এর

আগামীকাল থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ ?