করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড্: মনমোহন সিংহ

File Picture : Dr. Manmohan Singh 

দিল্লী করোনামুক্ত হয়ে ১০ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।  দিল্লির এমস হাসপাতাল থেকে বৃহস্পতিবার সকালে  ছাড়া পান তিনি।

গত ১৯ এপ্রিল করোনা সংক্রমণ নিয়ে তাঁকে এমস-এর ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছিল। তিনি এখন সম্পূর্ণ বিপন্মুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে করোনা আক্রান্ত হলেও জ্বর এবং সামান্য কিছু উপসর্গ ছাড়া তেমন বড় কোনও শারীরিক কষ্ট তাঁর ছিল না। তা সত্ত্বেও তাঁর বয়সের কথা বিবেচনা করেই করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

#covid19report #drmanmohonsingh #releasedtoday 


https://www.facebook.com/111072543588726/posts/511469313549045/?app=fbl


Comments

Popular posts from this blog

ঘরওয়াপসি মুকুল রায় এর

আগামীকাল থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ ?

বিজেপি নেতা বাড়িতে তৃণমূলের বিধায়ক, খেলেন পাত পেড়ে। উপহার মমতার নাম করা শাড়ি।