সচিন টেন্ডুলকার কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ১ কোটি টাকা দান করলেন অক্সিজেন এর জন্য

Sachin Tendulkar ( file picture / India news)

মুম্বাই সারা  দেশ যখন কোভিড এর  দ্বিতীয় ঢেউ এ কাবু তখন  দেশের গুুণী জনদের  সাহায্য এর সাাথে তাল মিলিয়ে সচিন টেন্ডুলকার ও  এক কোটি টাকা অক্সিজেন এর জন্য  দান করলেন ।

           টুইটারে সচিন লেখেন, ‘কোভিডের দ্বিতীয় ঢেউয়ে প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন। ফলে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাও একেবারেই ভেঙ্গে পড়েছে। এই সময়ে প্রচুর অক্সিজেন দরকার। এই খারাপ সময়ে অনেকেই সাধারণ মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। এটা দেখে খুব ভাল লাগছে। ২৫০ জনের ওপর যুবক যুবতি মিশন অক্সিজেনে যোগ দিয়েছেন। বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে আসার জন্য এঁরা অর্থ সংগ্রহ করছেন। আমি ওদের সাহায্য করলাম। আশা করব ভারতের বিভিন্ন হাসপাতালে এই অক্সিজেন কনসেন্ট্রেটর পৌঁছে যাবে খুব দ্রুত’।
তাঁর অনুরাগীদের ফের ধন্যবাদ জানিয়ে সচিন লেখেন, ‘যতদিন আমি খেলেছি আপনারা আমায় সাফল্য পেতে সাহায্য করেছেন। এবার আমাদের সবাইকে একসাথে এই মহামারির বিরুদ্ধে লড়াই চালাতে হবে’।



#কোভিডি19 #indianews #sachin #donationforoxygen



https://www.facebook.com/111072543588726/posts/511467216882588/?app=fbl

Comments

Popular posts from this blog

ঘরওয়াপসি মুকুল রায় এর

আগামীকাল থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ ?