করোনা প্রতিরোধে ব্যবহার হোক মসজিদ এবং ওয়াকফ সম্পত্তি দাবি মিম প্রধানের

Asaduddin Owisi ( file picture / India News)

হায়দারাবাদ :  করোনার দ্বিতীয় ধাক্কায় নাজেহাল রাজ্য। ভোটের বঙ্গে দৈনিক আক্রান্ত ছড়িয়েছে সাড়ে ১৫ হাজারের গণ্ডি। ক্রমবর্ধমান রোগীর সংখ্যা সামাল দিতে নাজেহাল স্বাস্থ্য ব্যবস্থা। এই পরিস্থিতিতে রাজ্য সরকার এবং রাজ্যের ওয়াকফ বোর্ডের কাছে অভিনব অনুরোধ জানাল আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম। তাদের দাবি, করোনা মোকাবিলায় রাজ্যের সব মসজিদ এবং ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা হোক। এই দাবিতে ইতিমধ্যেই রাজ্য ওয়াকফ বোর্ডের (AUQAF Board) চেয়ারম্যান এবং মুখ্যমন্ত্রীর দপ্তরকে চিঠি লিখেছে তারা।
মঙ্গলবার মিমের রাজ্য ইউনিটের তরফে রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে (CMO) একটি চিঠি লেখা হয়েছে। যাতে তারা আরজি জানিয়েছে, করোনার মতো সংক্রামক ব্যাধি রুখতে রাজ্যের সব মসজিদ এবং অব্যবহৃত ওয়াকফ সম্পত্তি ব্যবহার করুক রাজ্য সরকার। চিঠিতে মিমের রাজ্য সম্পাদক উল্লেখ করেছেন, পবিত্র কোরান মতে, কোনও একজন ব্যক্তির (ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে) জীবন বাঁচানো মানেই গোটা মানবতাকে রক্ষা করা। আর সেই উদ্দেশ্যেই রাজ্যের ধর্মস্থানগুলিকে কোভিড আইসোলেশন ওয়ার্ড বা সেফ হোম হিসেবে ব্যবহার করা যেতে পারে। AIMIM-এর রাজ্য নেতারা বলছেন, অনেকের বাড়িতে আলাদা করে করোনা রোগীকে আইসোলেট করার মতো জায়গা নেই। রাজ্যের মসজিদ এবং ওয়াকফ সম্পত্তিগুলিতে অন্তত ১০টি করে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হোক।

Share in facebook , whatsapp , Instagram, koo , Twitter .

#coronavirusupdates #coronavirus 



https://www.facebook.com/111072543588726/posts/511467216882588/?app=fbl

Comments

Popular posts from this blog

ঘরওয়াপসি মুকুল রায় এর

আগামীকাল থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ ?

বিজেপি নেতা বাড়িতে তৃণমূলের বিধায়ক, খেলেন পাত পেড়ে। উপহার মমতার নাম করা শাড়ি।