'ভারত ছাড়ো', ভয়াবহ Covid পরিস্থিতিতে নাগরিকদের নির্দেশ আমেরিকার

নিজস্ব প্রতিবেদন: নিত্যদিন রেকর্ড সংক্রমণ। ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতি। আর এবার যত তাড়াতাড়ি সম্ভব নাগরিকদের ভারত ছাড়ার পরামর্শ দিল আমেরিকা। সে দেশের সর্বোচ্চ লেভেল ৪ ভ্রমণ সংক্রান্ত নির্দেশিকা জারি করে টুইট করা হয়, ভারতের কোভিডের বাড়বাড়ন্তে স্বাস্থ্য় পরিষেবা সীমিত। আমেরিকার নাগরিকদের সুবিধা মতো যেকোন বিমানে চলে আসার নির্দেশ দিয়েছে আমেরিকা।  
নয়াদিল্লিতে আমেরিকান দূতাবাস জানায়, 'ভারতে ক্রমশ স্বাস্থ্য পরিষেবা সীমিত হয়ে আসছে। আমরা এখানের আমেরিকান নাগরিকদের step.state.gov পোর্টালে গিয়ে  STEP (Smart Traveller Enrollment Programme) এ নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানাচ্ছি। এর মাধ্যমে নাগরিকদের স্বাস্থ্য সংক্রান্ত কোনো অসুবিধার সম্মুখীন হতে হলে তা জানা সুবিধা হবে।' আমেরিকার নাগরিকদের কোথাও কোথাও হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। দূতাবাসের তরফে নাগরিকদের ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের ওয়েবসাইটে ভ্রমণ সংক্রান্ত নিয়মাবলী দেখতেও অনুরোধ জানানো হয়েছে। ইতিমধ্যেই কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। তবে এই পরিস্থিতিতে এ দেশে থাকা আমেরিকান নাগরিকদের নিরাপত্তার দেখভাল করাই এখন তাঁদের অগ্রাধিকার।

Comments

Popular posts from this blog

ঘরওয়াপসি মুকুল রায় এর

আগামীকাল থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ ?