শুধু রবি নন, সন্তানের পরিচয় ‘গোপন’ রেখে বিতর্কে জড়িয়েছেন একাধিক বলি তারকা ।

Bollywood Controversy 

1
                   (রবি কিষান ও তার কন্যা ) 


রবি কিশন। অভিনয়ের পাশাপাশি যুক্ত রয়েছেন রাজনীতির সঙ্গেও। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দ্বিতীয় বিয়ে এবং কন্যাসন্তানের পরিচয় গোপন করেছেন অভিনেতা। ডিএনএ পরীক্ষার দাবি জানিয়ে রবির বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন রবির সেই ‘কন্যা’, উঠতি তরুণী অভিনেত্রী। রবি নিজে অবশ্য এই বিষয়ে এখনও কিছু বলেননি। কিন্তু রবি একা নন, বলিপাড়ার একাধিক তারকা এই ধরনের বিতর্কে জড়িয়েছেন।
2

লখনউয়ের বাসিন্দা অপর্ণা সোনি। সাংবাদিকতার সূত্রে রবির সঙ্গে পরিচয় হয় তাঁর। অপর্ণার দাবি, অভিনেতার সঙ্গে প্রেমের পর পরিবারের সদস্যদের উপস্থিতিতেই সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। এর পর কন্যাসন্তান শিনোভার জন্ম দেন অপর্ণা। বিয়ে করেও অপর্ণা এবং শিনোভাকে স্ত্রী-কন্যার পরিচয় দিতে রাজি হচ্ছেন না রবি। অভিনেতার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন অপর্ণা।

3

অভিনয়জগতে নিজের কেরিয়ার গড়ে তোলার চেষ্টা করছেন শিনোভা। লারা দত্ত এবং প্রতীক বব্বরের সঙ্গে অভিনয়ও করেছেন তিনি। ২৫ বছর বয়সি উঠতি অভিনেত্রীর বাবাই নাকি রবি। এমনটাই দাবি করছেন শিনোভা এবং অপর্ণা।

4
ফিরে যাওয়া যাক ২০০৫ সালে। তখনকার এক নামী বিনোদন পত্রিকায় বলি অভিনেতা আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে একটি খবর প্রকাশ পেয়েছিল। আমির নাকি তাঁর সন্তানের পরিচয় গোপন রেখেছেন!

5
২০১৮ সালের ঘটনা। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা আদিরেড্ডি সন্দীপ কুমার নামে এক তরুণ দাবি করেছিলেন যে বলি অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনের সন্তান তিনি। ঐশ্বর্যার যখন ১৪-১৫ বছর বয়স, তখন লন্ডনে আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) প্রক্রিয়ার মাধ্যমে নাকি তিনি সন্তানধারণ করেন। এমনকি ঐশ্বর্যার সঙ্গে একই বাড়িতে থাকার ইচ্ছাও প্রকাশ করেছিলেন সন্দীপ।

Shop on ILYZAA 
Click the link : Check out my product! https://ilyzaafashion.wixsite.com/website-1/product-page/lehenga

Comments

Popular posts from this blog

রামের ছবি দেওয়া প্লেটে বিরিয়ানি! বজরং দলের বিক্ষোভ ।

সকাল ১০টার পরই বাজারে আসা মানুষজনকে লাঠি হাতে সরাল পুলিস

'মানুষের এই রায়কে সম্মান জানাতে পারব না', হারের রাগে পোস্ট করেও মুছলেন বাবুল