বিজেপি নেতা বাড়িতে তৃণমূলের বিধায়ক, খেলেন পাত পেড়ে। উপহার মমতার নাম করা শাড়ি।

বিজেপি নেতা বাড়িতে তৃণমূলের বিধায়ক, খেলেন পাত পেড়ে। উপহার মমতার নাম করা শাড়ি। 

#politics 


বিজেপি নেতার বাড়িতে, পাত পেড়ে মধ্যাহ্নভোজন সারলেন তৃণমূলের জেলা সভাপতি ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী (Norendranath Chakraborty)। পাশাপাশি বিজেপি কর্মকর্তার স্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নামাঙ্কিত শাড়ী উপহার দিলেন তিনি। 'তৃণমূল কর্মীরা ডাকছে না, তাই বিজেপি কর্মীর বাড়িতে বিধায়ক' পাল্টা অভিযোগ বিজেপির। অমিত শাহকে দেখে নকল করার চেষ্টা। ভোটের আবহে এক অন্য চিত্র দেখা গেল পাণ্ডবেশ্বর বিধানসভার জেমুয়া গ্রামে।


গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থী ধর্মদাস গোপ, তিনি বিধায়ককে মধ্যাহ্নভোজন করালেন। ধর্মদাস বলেন, 'বিধায়ক সবার, দলমত নির্বিশেষে তিনি আমাদের বিধায়ক। মতের অমিল থাকলেও, তার কাজে আমরা আপ্লুত। আমি একজন বিজেপি কর্মী হলেও, এইখানে কোনও রাজনৈতিক রঙ দেখছি না।' 

অন্যদিকে বেশ খোশমেজাজে বিধায়ক বলেন, 'বর্তমানে বিজেপি কর্মী হলেও তিনি বড় মনের পরিচয় দিয়েছেন। এবং এটি দৃষ্টান্ত হয়ে থাকবে।বর্তমানে তিনি বিজেপি কর্মী হলেও অতীতে কিন্তু তিনি তৃণমূলের সক্রিয় সংগঠক ছিলেন।' পাল্টা বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন,' ভোটের আবহে এরকম উপহার দেওয়া যায় না এটা বিধায়ক ঠিক করেনি। আমরা ঠিক জায়গায় অভিযোগ করব।

Comments

Popular posts from this blog

ঘরওয়াপসি মুকুল রায় এর

আগামীকাল থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ ?