Posts

Showing posts from June, 2021

ঘরওয়াপসি মুকুল রায় এর

Image
     Mukul Roy ( File picture / India News )  কোলকাতা : মুকুল রায়ের (Mukul Roy) তৃণমূলে যোগদান শুধুই সময়ের অপেক্ষা। আপাতত তাঁকে নিয়ে তৃণমূল ভবনে রুদ্ধদ্বার বৈঠকে ব্যস্ত শীর্ষ নেতৃত্ব। এদিকে, আনুষ্ঠানিকভাবে যোগদানের সময় পিছিয়েই চলেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের তরফে ইতিমধ্যেই একাধিকবার বিজ্ঞপ্তি জারি করে সময় বদলানো হয়েছে। আর তা নিয়ে গুঞ্জন আরও উসকে উঠেছে রাজনৈতিক মহলে। কানাঘুষোয় শোনা যাচ্ছে নানা কথাই। তৃণমূলে ফেরার পর তিনি বিধায়ক পদ ছাড়তে পারেন। এই মুহূর্তে মুকুল রায় কৃষ্ণনগর উত্তরের বিধায়ক (MLA)। বিধানসভায় শপথ গ্রহণও করেছেন। কিন্তু পুরনো তিনি বড় দায়িত্ব পেতে চলেছেন। তাই প্রথমবার বিধায়ক হয়েও সেই দায়িত্বে আর থাকতে নাও পারেন। এমনই খবর  এদিকে, মুকুল রায়ের প্রায় আচমকা এই সিদ্ধান্তে বেশ খানিকটা বিভ্রান্ত গেরুয়া শিবির। ইতিমধ্য়েই মুখ খুলতে শুরু করেছেন দলের বেশ কয়েকজন, যাঁরা অধিকাংশই তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতা।  যদিও বিজেপি রাজ্য নেতৃত্বে এ নিয়ে সোশ্য়াল মিডিয়ায় এখনও কোনও মন্তব্য় করা থেকে বিরত থাকার নিষেধাজ্ঞা জারি করেছে বলে সূত্রের খবর।  ...

আগামী রবিবার অগ্নিপরীক্ষা নেতা নিয়াহুর

Image
Neta Niyahu ( File picture / India News ) ইসরায়েল :  ইসরায়েলের গত ১২ বছর ধরে দোর্দন্ডপ্রতাপ নেতা বেঞ্জামিন নেতানিয়াহু (benjamin netanyahu)। আগামী রবিবার ইসরায়েলের পার্লামেন্টে নতুন সরকারের শক্তিপরীক্ষা। এবং সব কিছু ঠিকঠাক চললে, নেতানিয়াহু ওরফে ‘বিবি’র বিদায় ঘটবে বলেই মনে করছেন সে দেশের বিরোধীরা সহ সব প্রধান সংবাদপত্রই ।  এই বিদায় যে শুধু ইসরায়েলের রাজনীতিতে একটা সন্ধিক্ষণ তাই নয়, প্রধানমন্ত্রীর কুর্সি থেকে সরে গেলে, ‘বিবি’র জেল যাত্রা অনিবার্য (benjamin netanyahu)। কারণ জেরুজালেমের (Jerusalem) আদালত ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুকে দোষী সাব্যস্ত করে রেখেছে। এতদিন ধরে যে দেশ তিনি শাসন করেছেন, বলা ভালো সবাইকে পদানত করে রেখেছেন, সেখানে যে হাওয়া উল্টোদিকে ঘুরছে তা অবশ্য ভালোই বোঝা যাচ্ছে। ইতিমধ্যেই নেতানিয়াহুর পার্টি লিকুদ পার্টির (likud party) অন্য বেশ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধেও ঘুষ নেওয়ার অভিযোগে আদালত কারাবাসের শাস্তি শুনিয়েছে। অন্যদিকে দেশের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ত পরিস্কারই জানিয়ে দিয়েছেন, গাজা ভূখন্ড নিয়ে কোনওকিছু বলা বা সিদ্ধান্ত নেওয়ার অধি...

" দাড়ি না বাড়িয়ে দেশে কর্ম সংস্থান বাড়ান " প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপদেশ এক চা বিক্রেতার

Image
File Picture ( Narendra Modi / India News ) দিল্লী : প্রধানমন্ত্রীকে (Prime Minister) মানি অর্ডার করে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা। আর লিখলেন প্রধানমন্ত্রী (Prime Minister) যেন অবশ্যই যেন তাঁর দাড়ি কাটেন। মহারাষ্ট্রের (Maharashtra) বারামতীর বাসিন্দা অনীল মোরে। পেশায় চা বিক্রেতা। ইন্দাপুরে বেসরকারি একটি হাসপাতালের (Private Hospital) উল্টোদিকে ছোট্ট একটি চায়ের দোকান চালান অনীল। করোনার (covid-19) জেরে লকডাউনে (lockdown) সেই ব্যবসাতেও ভাঁটা পড়েছে। কোনওমতে এখন দিন গুজরান করেন অনীল ও তাঁর পরিবার। লকডাউনে যে তাদের মতোই নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলি সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হয়েছে। তাই একপ্রকার রেগেই তিনি প্রধানমন্ত্রী মোদীকে ১০০ টাকা পাঠান। আর লেখেন, ‘প্রধানমন্ত্রী দয়া করে দাড়িটা কামিয়ে ফেলুন আর দেশের উন্নয়ন, দারিদ্র সমস্যা সমাধানে নজর দিন।’ চা বিক্রেতার মতে, প্রধানমন্ত্রী (Prime Minister) নিজের দাড়ি না বাড়িয়ে কর্মাসংস্থানের সুযোগ বাড়াতে পারে। গত দুটি লকডাউনের (lockdown) প্রচুর মানুষ সমস্যায় পড়েছে, প্রধানমন্ত্রীর আগে তা দূর করা উচিত। দাড়ি বাড়ানোর বদলে ওনার উচিত দেশের স্বাস...